Calculate the HSC Auto Pass Result
The HSC AutoPass Result is certainly new for everyone. It is a novel measure taken especially for this unique time in history. The HSC Auto Pass Result will be determined by averaging the SSC and JSC results. Here, the SSC result will account for 75% of the HSC Auto Pass Result and the other 25% will depend on the JSC result.
HSC তে কোনো বিষয়ে প্রাপ্ত নম্বর =(JSC marks×25%)+(SSC marks×75%)
উদাহরণ: ইংরেজি বিষয়ে কোনো শিক্ষার্থীর JSC এবং SSC তে প্রাপ্ত নম্বর যথাক্রমে 70 এবং 90 হলে HSC তে ইংরেজি বিষয়ে ঐ শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর হবে =(70×25%)+(90×75%) =17.5+67.5 =85 নম্বর।
★ যদি এইচএসসির বিষয়টি জেএসসিতে নেই কিন্ত এসএসসিতে আছে, সেক্ষেত্রে এইচএসসিতে সেই বিষয়ের নম্বর হবে এসএসসিতে প্রাপ্ত নম্বরের সমান।
উদাহরণ : এসএসসির পদার্থ বিজ্ঞানে কোনো শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর 75 হলে এইচএসসির পদার্থ বিজ্ঞানে ঐ শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর হবে 75.
★ যদি এইচএসসির কোনো বিষয় জেএসসি ও এসএসসি উভয় পরীক্ষায়ই না থাকে, তাহলে সেই বিষয়ের সাথে সম্পর্কিত জেএসসি ও এসএসসির বিষয়ের নম্বর থেকে যথাক্রমে ২৫% এবং ৭৫% নম্বর নিয়ে এইচএসসির নম্বর নির্ণীত হবে।
★কেউ জেএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ-৫ পেলেও সেই জিপিএ-৫ এ অতিরিক্ত বিষয় ও ব্যাবহারিক পরীক্ষার নম্বর যুক্ত থাকলে তাদের ক্ষেত্রে এইচএসসিতে জিপিএ-৫ পরিবর্তন হতে পারে।
উদাহরণ: ধরি কোনো শিক্ষার্থীর জেএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষাই জিপিএ-5 পেয়েছেন, যেখানে অতিরিক্ত (optional) বিষয় বাদে তাঁর জিপিএ 4.63. কিন্তু এইচএসসির সাবজেক্ট গুলোতে (JSC marks×25%)+(SSC marks×75%) এই সূত্র প্রয়োগ করে এবং অতিরিক্ত বিষয় বাদে তাঁর প্রাপ্ত রেজাল্ট যদি জিপিএ-5 না হয়, তাহলে অতিরিক্ত বিষয়ের 2 এর অতিরিক্ত পয়েন্ট যোগ করে জিপিএ নির্ধারণ করা হবে। সেক্ষেত্রে তাঁর অতিরিক্ত বিষয়ে প্রয়োজনীয় পয়েন্টের অভাব থাকলে সেই শিক্ষার্থী এইচএসসিতে জিপিএ-৫ পাবেন না। তবে অতিরিক্ত বিষয়ে প্রয়োজনীয় পয়েন্টে থাকলে সেই শিক্ষার্থী জিপিএ-৫ পাবেন। উল্লেখ্য যে জেএসসি এবং এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী অবশ্যই এইচএসসিতে জিপিএ-৫ বা গোল্ডেন জিপিএ-৫ পাবেন।
★ কোনো শিক্ষার্থীর কোনো বিষয়ে মানোন্নয়নের ক্ষেত্রেও উপরের নীতিমালা অনুসরণ করা হবে। সেক্ষেত্রে মানোন্নয়ন (improvement) না হলে, সেক্ষেত্রে শিক্ষার্থীর পূর্বের এইচএসসির পয়েন্টকে বাড়িয়ে দেওয়া হবে। উদাহরণ: ধরি 2019 সালের এইচএসসির বাংলায় কোনো শিক্ষার্থীর গ্রেড পয়েন্ট 3. সে ঐ বিষয়ে improvement এর জন্য 2020 সালের এইচএসসিতে ফর্ম পূরণ করেছে। নীতিমালা অনুসরণ করার পরও ঐ বিষয়ে 2020 সালে পয়েন্ট 3 থাকলে, তার পয়েন্ট বাড়িয়ে দেওয়া হবে, অর্থাৎ ঐ শিক্ষার্থীর ঐ বিষয়ে মানোন্নয়ন হবেই।
However, for those who did not attend the JSC exam, the result will be calculated using their SSC and equivalent 100-mark exam. The HSC result calculator will help you to calculate your result easily and quickly.
No comments:
Post a Comment