মধুপুর ইউনিয়ন-কে জানুন:-
রংপুর জেলার বদরগঞ্জউপজেলার মধ্যে মধুপুর ইউনিয়নটি অবস্থিত।রংপুর শহর থেকে ১৭ কি:মি: দক্ষিণ-পশ্চিমে অবস্থিত এবং বদরগঞ্জ উপজেলা থেকে ৩ কি:মি: উত্তরে।বদরগঞ্জ হতে রংপুর যাইতে এরশাদ ব্রীজ/যমুনেশ্বরী সেতু পেরিয়ে ৫০০গজ উত্তরে বোর্ডঘর চৌরাস্তার মোড়ের পার্শ্বেই।বদরগঞ্জ উপজেলার ১১নং গোপালপুর ইউনিয়ন এবং শ্যামপুর সুগার মিলস লি: এর ৭ কি:মি:পশ্চিমে অবস্থিত।ইউনিয়নটির ৩নং ও ৯নং ওয়ার্ডের পাশ দিয়ে ৫ কি:মি:পর্যন্ত যমুনেশ্বরী নদী প্রবাহিত হয়।ইউনিয়ন পরিষদ হতে ৪ কি:মি: উত্তরে বদরগঞ্জ উপজেলার ০৯নং দামোদরপুর ইউনিয়ন অবস্থিত।এই ইউনিয়নের অধিক মানুষই কৃষিজীবি ।এছাড়াও চাকুরীজীবি,দিনমজুর,ব্যবসায়ী ও অন্যান্য পেশাজীবি মানুষ রয়েছে। ইউনিয়ন পরিষদের সামনে একটি সু-নিমজ্জিত পুকুর আছে আরো আছে যে,প্রাথমিক বিদ্যালয়সহ পাশেই পরিবার পরিকল্পনা কল্যাণ কেন্দ্র এবং ইউ.পি ভবনের পেছনে ভূমি অফিস।
- ইউনিয়নটির মোট আয়তন : ১০.৫০ বর্গমাইল।
- ইউনিয়ন পরিষদ ভবনটি মোট : ০.৯৯ একর জমির মধ্যে অবস্থিত।
- মোট জনসংখ্যা : ৩৫,০০০ জন।
- পুরুষ : ১৮১৩৬ জন।
- নারী : ১৬৮৬৪ জন।
- মৌজার সংখ্যা: ০৪(চার)টি।
- পাড়ার সংখ্যা: ১০৬ টি।
- খানার সংখ্যা: ৮০০৯ টি।
- শিক্ষার হার: ৮০%
- কর আদায় হার: ৬০%
- ইউনিয়ন পরিষদ ভবন: ০২(দুই)টি।
- পরিবার পরিকল্পনা কল্যাণ কেন্দ্র: ০১(এক)টি।
- কমিউনিটি ক্লিনিক : ০৩(তিন)টি।
- ডাকঘর: ০২(দুই)টি।
- রেলষ্টেশন: ০১(এক)টি।
- বীর প্রতিক: ০১(এক)জন।
- মুক্তিযোদ্ধা: ০৮(আট)জন।
- আবাদী জমির পরিমান: ১১১৫৫৬ একর।
- পতিত জমির পরিমান: ৫০০ একর।
- প্রধান ফসল: ধান,পাট,আলু।
- প্রাথমিক বিদ্যালয়: ০৮(আট)টি।
- বে-সরকারী বিদ্যালয়: ০৮(আট)টি।
- মাধ্যমিক বিদ্যালয়: ০৫(পাচ)টি।
- মাদ্রাসা: ০২(দুই)টি।
- মসজিদ: ৭৬(ছিয়াত্তর)টি।
- মন্দির: ০২(দুই)টি।
- শ্বশান: ০৩(তিন)টি।
- হাটবাজার: ০২(দুই)টি।
- ভিজিডি কার্ড: ৩২৫ জন।
- প্রতিবন্ধী ভাতা: ৫৩ জন।
- মাতৃত্বকাল ভাতা: ২৮ জন।
- বয়স্ক ভাতা: ৫৪৮ জন।
- বিধবা ও স্বামী পরিত্যাক্তা: ২৩২ জন।
No comments:
Post a Comment